সিলেটের কথা ::: সিলেট নগরীর রেজিস্টারী মাঠে গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ডের রিক্স, হুইলচেয়ার ও ঠেলাগাড়ি বিতরণ উপলক্ষ্যে শনিবার সকাল ১২টায় এক আলোচনা সভা প্রবীন রাজনীতিবীদ সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মাওলানা এমরান আলমের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবীদ জননতো মাওলানা রেজাউল করিম জালালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্য কমিউনিটির সুপরিচিত মুখ, সাংবাদিক ও সমাজকর্মী এ.কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবীদ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সর্বজনাব রেজাউল হাসান কয়েস লোদী, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সামিউর রহমান মুসা, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক ও প্রবীন সাংবাদিক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ খালেদ আহমদ, ব্যারিষ্টার মাহমুদুর রহমান, গৌছিল উলুম জামেয়ার প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, আমেরিকা প্রবাসী মাওলানা মুহিবুর রহমান, সিলাম দারুল আমানের প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন সাংবাদিক এহিয়া চৌধুরী, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা আলমাছ উদ্দিন মামুন, হাফিজ কয়েস আহমদ, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা আইয়ুব আলী, মো. আবুল তাহের প্রমুখ।
উল্লেখ্য, ট্রাস্টের পক্ষ থেকে ১৬টি রিক্সা, ২০টি হুইল চেয়ার, ১০টি ঠেলাগাড়ি সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল কর্মজীবী, শারিরীক প্রতিবন্ধী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষেরই জন্মগতভাবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। গরীব ও প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের একটি অংশ। তাদের মর্যাদা ও ভোগের সমান অধিকার বাস্তবায়নে অতীতের ন্যায় আগামী দিনেও ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় অতিথিবৃন্দ গরীব ট্রাস্ট ফান্ডের ভূয়শী প্রশংসা করে বলেন, গরীব, ইয়াতিম ও প্রতিবন্ধী মানুষদের আত্মকর্মসং¯’ানের জন্য জীবন মানোন্নয়নে সমাজের বৃত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে
Leave a Reply