গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নজুরভাঙ্গা এলাকায় বিজিবির অভিযানে ১৫৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর ভোররাতে (প্রায় ৫টা) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি বিশেষ টহলদল কৌশলগত অবস্থান নেয়। মাদক চোরাকারবারীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক ঘটনার তথ্য নিশ্চিত জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply