সিলেটের কথা ::: সিলেট সীমান্ত থেকে ভারত থেকে চোরাইপথে আসা অর্ধ শতাধিখ মহিষ আটক করা হয়েছে। শনিবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন লালাখাল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো আটক করে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানান, সারিঘাট থেকে আটক ৫৩টি মহিষের মূল্য প্রায় ৯৯ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া শুক্রবার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল জব্দ করা হয়। সব মিলিয়ে দুইদিনে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিওপির টহল দল ৯৯ লাখ ৭২ হাজার টাকার পশু ও পণ্য জব্দ করে বলে জানিয়েছে বিজিবি।
Leave a Reply