আন্তর্জাতিক ডেস্ক ::: পর্তুগালের রাজধানী লিসবনে জনপ্রিয় গ্লোরিয়া ফুনিকুলার রেলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, আরেকজন শিশু সামান্য আঘাত পেয়েছে। দুর্ঘটনার পর বগিতে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রেক নষ্ট হয়ে ফুনিকুলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে ধাক্কা দেয়। এতে বগিটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উল্টে থাকা হলুদ বগিটি দেখা গেছে।
প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এবং লিসবনের মেয়র কার্লোস মোয়েডাস নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
Leave a Reply