সিলেটের কথা ::: সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের দাউদপুর দিশারী কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে প্রবাসী ৩ জন শিক্ষানুরাগীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোনারপাড়াস্থ স্কুল ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী দিশারী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মেম্বার মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী দুবাই প্রবাসী লায়েক আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী দুবাই প্রবাসী নুরুল ইসলাম, দাউদপুর চৌধুরী বাজারস্থ রাজমহলের স্বত্ত্বাধিকারী জাহেদ আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাম্পি রাণী দাসের সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সহকারী পরিচালক রিপন আহমদ ও শিক্ষানুরাগী ক্বারী হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সাবেক ছাত্র হাবিবুর রহমান জিহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিক আসমা বেগম, নূরজাহান বেগম, সেলিনা বেগম শিমু, আমিনা আক্তার, রাবিনা আক্তার, তানজিনা আক্তার, নাজমিন বেগম, রহিমা আক্তার রিমা প্রমুখ।
সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন দিশারী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মেম্বার মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ সহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা সুদূর প্রবাসে থেকেও শিক্ষা, চিকিৎসা সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। আর্তসামাজিক উন্নয়নসহ দেশের সকল প্রকার দুর্যোগে প্রবাসীদেও অবদানগুলো মহতি ও প্রশংসনীয়। বক্তারা বলেন, দাউদপুর এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত ও শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে শিক্ষানুরাগী হেলাল উদ্দিন আহমদ দিশারী কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় এলাকার প্রবাসীরা বিভিন্নভাবে ভূমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায় প্রবাসী শিক্ষানুরাগী লায়েক আহমদ, নুরুল ইসলাম ও জাহেদ আহমদ শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বক্তারা প্রবাসীদের মতো দেশের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply