সিলেটের কথা ::: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাব প্রস্তাবিত কমিটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি রাশেদা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ তাপাদারের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনএ সিলেট জেলা সভাপতি মোছাঃ জুবেদা খানম, সহ সভাপতি মিস মালেকা বেগম, যুগ্ম সম্পাদক শামিমা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু চন্দ চন্দ্র, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ সাব্বির আহমদ তাপাদার, সহ কোষাধ্যক্ষ তানভীর আহমদ, যুগ্ম সম্পাদক ইমরানা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জহুরা, সমাজসেবা সম্পাদক রেছমিন বেগম, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছালমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অনুপ চন্দ চন্দ্র, সহ ক্রীড়া সম্পাদক আব্দু নুর, প্রচার সম্পাদক গোলাম রাব্বানী, সহ প্রচার সম্পাদক বিপ্লব আহমদ, ছাত্র ছাত্রী বিষয়ক সম্পাদক আফিয়া বেগম, নাছিমা বেগম, শাহানা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল সর্বদা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাতার দেখানো পথেই ন্যাব সিলেট শাখা কাজ করে যাচ্ছে। বিগত স্বৈরাচার ফ্যাসিষ্টের দোসররা যাতে নব্য বিএনপি সাজতে না পারে সে ব্যাপারে ন্যাব ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, রোগীর সেবার মান উন্নয়নে ন্যাব’র সিলেট ওসমানী মেডিকেল শাখা সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে।
Leave a Reply