আন্তর্জাতিক ডেস্ক ::: মানবদেহে প্রাণঘাতী এইচআইভি ভাইরাসজনিত রোগ এইডস (অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম) প্রতিরোধে ভ্যাকসিন আগামী দুই বছরের মধ্যে তৈরি করতে যাচ্ছে রাশিয়া। দেশটির রাজধানী মস্কোর গামালেয়া সেন্টারের শীর্ষস্থানীয় মহামারী বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা রিয়া নোভোস্তি এ খবর দিয়েছে।
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগটির টিকা তৈরি করতে পারলে এটিই হবে বিশ্বে এইডসের প্রথম টিকা।
বহুল প্রত্যাশিত এইচআইভি ভ্যাকসিনটি তৈরি হচ্ছে এমআরএনএ প্রযুক্তিভিত্তিকভাবে। ইনস্টিটিউটটির এপিডেমিওলজি বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, প্রচলিত ভ্যাকসিনের তুলনায় এমআরএনএ ভ্যাকসিন শরীরে জেনেটিক নির্দেশনা সরবরাহ করে। যা কোষকে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে শেখায় এবং প্রতিরোধ প্রতিক্রিয়া সক্রিয় করে। এর ফলে শরীর ভাইরাসটিকে চিনতে পারে এবং সংক্রমিত হলে তার বিরুদ্ধে লড়তে সক্ষম হয়।
Leave a Reply