সিলেটের কথা ::: কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এলাকার মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে রামুর স্বপ্নতরী পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ নাসির উদ্দীন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসির উদ্দীন জানান, গাড়ি দুটি জব্দ করা হয়। তবে হতাহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
Leave a Reply