সিলেটের কথা ::: সিলেটের ওসমানী নগর উপজেলার কুরুয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৫) নামের একজন নিহত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত রাজু ইউনিক বাসের চালকের সহযোগী ছিলেন।
এতে দুই দুই বাসের চালকসহ আরও সাত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাজুর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। পরে তাদের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আবু তাহের দেওয়ান বলেন, এই দুর্ঘটনায় এক বাসের সহকারী মারা গেছেন। এছাড়া দুই বাসের চালকসহ আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Leave a Reply