1. admin@sylheterkotha.com : admin :
May 28, 2025, 10:07 am

কোরবানির পশুর হাট-চামড়া নিয়ে সিএমপির ১০ সিদ্ধান্ত

  • Update Time : Tuesday, May 27, 2025
  • 1 Time View

নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীর কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে নগরীর দামপাড়ায় সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরবানির পশুর হাট ও চামড়ার বিষয়ে ১০টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মো. হুমায়ুন কবির।

এ সময় তিনি হাটে প্রাণী ক্রয়–বিক্রয়, চামড়া ক্রয়–বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্তের বিষয়ে সবাইকে অবহিত করেন।

সভায় গৃহীত পদক্ষেপ ও সিদ্ধান্ত সমূহ হচ্ছে:
১) কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল প্রকার চাঁদাবাজি ও খুন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

২) কোনো গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।
৩) পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি, সন্ত্রাসী, পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, শয়তানের নিশ্বাস পার্টি, থুতু পার্টি ইত্যাদি ছিনতাই কারীদের বিরুদ্ধে পূর্ব হতে তালিকা তৈরিপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৪) মহানগর এলাকার স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজারাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা।

৫) চসিক অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাট সমূহে জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা। ৬) পশু বাজারকেন্দ্রিক ইজারাদার কর্তৃক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহারপূর্বক নিরাপত্তা নিশ্চিত করা।

৭) পশুর হাটকেন্দ্রিক অননুমোদিত ও অবৈধ রাস্তা দখল করতে না পারে সেদিকে তৎপর থাকা।
৮) পশুর হাটকেন্দ্রিক অবৈধভাবে গাড়ি পার্কিং না করে সে বিষয়ে তৎপর থাকা।

৯) পশুর হাটে কৃত্রিম সংকট তৈরি করে পশু মূল্যবৃদ্ধি না করতে পারে সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সিটিজেন্স ফোরাম নেতাদের সঙ্গে সমন্বয় করা।

১০) কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে যেন কোরবানির চামড়া ক্রয়–বিক্রয় করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।
পশুর হাটকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে নিম্নোক্ত নম্বরে নগরবাসীসহ সবাইকে যে কোনো তথ্য/ সংবাদ জানানোর জন্য অনুরোধ করা হলো: উপ–পুলিশ কমিশনার ডিবি (উত্তর)- ০১৩২০–০৫৪০৮০, উপ–পুলিশ কমিশনার ডিবি (বন্দর)- ০১৩২০–০৫৪২০০, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌)- ০১৩২০–০৫২৫১৫, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌)- ০১৩২০–০৫২৫১৫, সিএমপি কন্ট্রোল – ০১৩২০–০৫৭৯৯৮।
সমন্বয় সভায় সিএমপির উপ–পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র্যাব-৭, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক, জেলা প্রাণী সম্পদ দপ্তর এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews