সিলেটের কথা :: চলতি বছর সিলেট থেকে সরাসরি ৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে। আগামীকাল বুধবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে প্রথম ফ্লাইট। আগামীকাল ৪শ ১৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, এ বছর সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইটে দুই হাজার ৮০ জন হজযাত্রী যাবেন। আগামী ১৪ মে বুধবার বিকাল ৫টা ২৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।
এরপর ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
Leave a Reply