1. admin@sylheterkotha.com : admin :
May 25, 2025, 11:04 am

অগ্নিদূর্ঘটনার ঝুঁকিতে মধ্যনগর

  • Update Time : Friday, May 9, 2025
  • 19 Time View

সংবাদদাতা, মধ্যনগর :: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা হয়েছে চার বছর। অথচ সুনামগঞ্জের এই হাওর উপজেলায় এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়নি। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাটবাজার, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিদুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। উপজেলা সদর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটবাজারগুলোর কোথাও আগুন লাগলে পাশের ধর্মপাশা উপজেলা ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পৌছাতে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

গত বৃহস্পতিবার(১ মে) রাত ১২টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে আকস্মিক আগুনের ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের মাইকে স্থানীয়দের দেওয়া হয় আগুন লাগার খবর। দ্রুত লোকজন ছুটে এসে বাজারের আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। তবে এর মাঝেই অনেক দোকানঘর ও মালপত্র পুড়ে যায়। এরপর উপজেলা প্রশাসন খবর পেয়ে পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনকে অবগত করলে দমকল বাহিনী সেখানে পৌঁছায় রাত ১টায়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় ব্যবসায়ী মুক্তার হোসেন, হেলাল মিয়া, মোবারক হোসেন, কলন্দর মিয়া, মিজানুর রহমান ও শাহজাহানের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আর ক্ষতি হয় কয়েক কোটি টাকার।

এছাড়া ২০২৪ সালের ৯ মে উপজেলার মধ্যনগর থানার এসআই কোয়ার্টারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধর্মপাশা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌছাতে পৌছাতে কোয়ার্টারে থাকা পুলিশ সদস্যদের পোশাক, ইলেকট্রনিক ডিভাইস, নগদ অর্থসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

লেখক ও গণমাধ্যম কর্মী আল আমিন সালমান বলেন, শুষ্ক মৌসুমে আমাদের হাওর ও নদীর পানি একেবারে শুকিয়ে যায়। কোনো জায়গায় আগুন লাগলে নেভানোর মতো পানির ব্যবস্থা থাকে না।

হাওর ভলান্টিয়ার্স বাংলাদেশের সভাপতি অসীম সরকার বলেন, আমাদের মধ্যনগর একটি নতুন উপজেলা। প্রতিনিয়তই আমাদের উপজেলার গ্রামে ও হাটবাজারে আগুন লাগার ঘটনা ঘটছে। এতে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আগুনে জানমালের ক্ষতি এড়াতে মধ্যনগরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন খুবই জরুরি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট এর সহকারী পরিচালক মো: ফারুক হোসেন সিকদার (পিএফএম)
বলেন, মধ্যনগরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ব্যাপারে জায়গা অধিগ্রহণের জন্য প্রস্তাব উচ্চ পর্যায়ে গেছে। তবে আমার জানামতে, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজধানী ঢাকায় এখনো অনেক গুরুত্বপূর্ণ এলাকায় ফায়ার স্টেশন স্থাপন করা যায়নি।এমতাবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো স্থাপনের পর সরকার উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রকল্প গ্রহন করতে পারে। এতেকরে মধ্যনগর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে বেশ সময় লাগতে পারে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, এখনও মধ্যনগরে পর্যাপ্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে এখন ফায়ার স্টেশন স্থাপনে খুব সুফল পাওয়া যাবে- বিষয়টি এমন নয়। একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা যথার্থ হলেই ফায়ার সার্ভিস স্টেশন পুরোপুরি সুবিধা দিতে পারবে। তবে আমরা এ বিষয়ে চেষ্টা অব্যহত রেখেছি। মধ্যনগর উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। একই সাথে যাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনও স্থাপন করা হয় সে চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews