1. admin@sylheterkotha.com : admin :
October 21, 2025, 7:20 am
Title :
বন্ধ শায়েস্তাগঞ্জে বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং জনজীবনে দুর্ভোগ রিক্সা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-মিফতাহ্ সিদ্দিকী দেশ গঠনে বাংলাদেশ আনসার বাহিনীর অনন্য অবদান জাতি আজ সম্মানের সাথে স্বীকৃতি দিচ্ছে -উপমহাপরিচালক জিয়াউল হাসান সিলেটে উৎসব আনন্দে শেফ দিবস পালন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কামালবাজারে আলোচনা সভায়-এম এ মালিক সিলেটের বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণ সিলেটে সৃজনঘর’র ‘তারুণ্যের মাহফিল’ অনুষ্ঠিত হকারমুক্ত সিলেটে অভিযানে-নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে–মাওলানা জালালী

শ্রমিকরা দেশের সম্পদ তাদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে-মিফতাহ্ সিদ্দিকী

  • Update Time : Thursday, May 1, 2025
  • 64 Time View

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে
মহান মে দিবস পালিত হয়েছে। মহান মে দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বক্তব্যে তিনি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ব্যাপারে বিএনপি বদ্ধপরিকর, শ্রমিকরা দেশের সম্পদ, তাদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এ কারণে তাদের অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের কাজের অধিকার সুরক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকরাই সমাজে সংখ্যাগরিষ্ঠ। শ্রমিকের স্বার্থ ও কল্যাণের দিকটি অবহেলা করে সত্যিকার উন্নতি সম্ভব নয়।
এসময় তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষক-শ্রমিকদের নিয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু করে ছিলেন।
বিএনপি ও আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে রেখেছেন। শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি সব সময় বদ্ধ পরিকর।
বিগত সময়ে আওয়ামীলীগ শ্রমিকদের অধিকার হরণ করেছে। বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সন্ধায় মহান মে দিবস উপলক্ষে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এখনো পাওনা আদায়ের জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদের ছাঁটাই করা হয়। এমন আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
যুবনেতা বেনজির আহমেদ সুমন ও আব্বাস আলীর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এর সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমজাদ বখত, জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলে সভাপতি আব্দুর রব, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ,পিয়াইন পাথর ব্যাবসায়ী সমিতির সদস্য সাংবাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রমজান মোল্যা, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
শ্রমিক সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews

Follow for More!