1. admin@sylheterkotha.com : admin :
April 16, 2025, 2:30 pm

আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই: কয়েস লোদী

  • Update Time : Sunday, April 13, 2025
  • 56 Time View

সিলেটের কথা :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানাস্থ একটি হোটেলের হল রুমে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের ঈদ পুনর্মিলনী ও ফোরামের সদস্য সচিব এমদাদুল হক স্বপন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ও পর্তগাল বিএনপির যুগ্ম আহবায়ক মো. শামসুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
কয়েস লোদী বলেন, একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসীকতার সঙ্গে নেতৃত্ব দিতে। পতনের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিলেন, তাদের পতন হলে একদিনে আওয়ামী লীগের ৫ লাখ লোক মারা যাবে। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা কি দেখলাম, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে কোনো অরাজকতা সৃষ্টি হয়নি। কারণ তারেক রহমান স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, আপনারা আইন কারও নিজের হাতে তুলে নিবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা বলাই সংস্কারের বিরোধিতা করা নয়। তিনি বলেন, বিদেশে বিএনপির কোনো প্রভু নেই বন্ধু আছে। দেশের স্বার্থে বিএনপি সব সময় মাথা উঁচু করে রাজনীতি করে।
জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক ও মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে ও ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শিহাব খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক ও ফোরামের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলফুজ্জামান বকুল, সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ শামসুজ্জামান জামান।
অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সভাপতি লাহিন আহমদ, মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল বকস,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ আমির আলী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এম এ সালাম,আহমদ খান জুনেদ,খালেদ হোসাইন আহমদ,নজরুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনসার আহমেদ, মহানগর জিসাস এর আহবায়ক ও মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ফয়েজ আহমদ খান বেলাল, সদস্য সচিব ও ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাব্বির আহমদ জামিল, ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এম.সোয়েব আহমদ, ডা সাইকুল ইসলাম চৌধুরী ,মহানগর যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খান তাইফুর, সহ সাধারণ সবরুল ইসলাম নেপুর,রিপন চৌধুরী,মামুনুর রহমান মইন, শাহাদাত হোসেন মইন, সোমায়েল আহমদ শান্ত,এমাদ হোসেন নজির,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোবারক হোসেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, সাইরুল ইসলাম চৌধুরী ,মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন রুজেল,প্রদিপ পাল, সহ সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ, সামাদ হোসেন সাজু,সাদ্দাম হোসেন লিটু,শামসুল ইসলাম, লিয়াকত আলী ইমন,লায়েক আহমদ,মোস্তাকিন আহমদ, মানিক আহমদ,মুমিন মেম্বার,সাদ্দাম হোসেন,মাহমুদুল হাসান সাগর, এম সি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ শিকদার,৮ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরমান শেখ, রুবেল আহমদ, এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন, ছাত্রনেতা বাহার হোসেন শিশির, দেবব্রত দে সুনাম,তোফায়েল আহমদ সাজু,শোয়েব আহমদ, জুবায়ের আহমদ, সুলতান আল মোহন, আব্দুল ইমন মুন্না, সামশুজ্জামান দিপন,জুয়েল আহমদ, কিবরিয়া আহমদ সামী,আকিল হোসেন, মহসিন আহমদ সুহেল,সোহাগ আলম, রায়হান আহমদ, ফাহিম আহমদ, নাহিদ, মিসবাহ, কাওছার আলম প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews