গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী প্রচেষ্টায় ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবিরের সার্বিক সহযোগিতায় নন্দীরগাঁও ২শ’ ৫০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। আব্দুল হাকিম চৌধুরী বলেন, আলী আহমদ দবিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি শনিবার দুপুরে নন্দিরগাওঁ ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালে এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, পবিত্র রমযান মাসে বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবির প্রতিটি পরিবারের জন্য প্রায় ১২ শত টাকা সমমূল্যের খাদ্য সহায়তা নিসন্দেহে প্রসংশার দাবি রাখে। খাদ্য সহায়তা পেয়ে সকলেই মহান আল্লাহর কাছে উনি এবং তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলী আহমদ দবির, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল জব্বার,
বিশিষ্ট মুরব্বি মজর আলী, আপ্তাব আলী, নসিবুর রহমান, মতিউর রহমান, সাজিদুর রহমান, মুরাদ আলী প্রমুখ।
Leave a Reply